হঠাৎ তারা অসুস্থ হয়ে পড়লে কিভাবে হাসপাতালে নেবেন তাদের এই দুশ্চিন্তা মোচনে নিরাপদ সন্তান প্রসবের লক্ষ্যে পাশে এসে দাঁড়িয়েছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল আমিনুল হক পাভেল। তিনি ব্যক্তিগত উদ্যোগে অন্তঃসত্ত্বা নারীদের হাসপাতলে নিয়ে চিকিৎসার জন্য একটি অ্যাম্বুলেন্স ও একটি মাইক্রো প্রস্তুত রেখেছেন।
হটলাইনে টেলিফোন করার সাথে সাথে অ্যাম্বুলেন্স এসে হাজির হয়। তাদের প্রথমে নিয়ে যাওয়া হয় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে। এখানে কোনো সমস্যা হলে তাদের পাঠানো হয় জেলা সদরের ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল ও শিশু মাতৃ মঙ্গল কেন্দ্রে।
এব্যাপারে চেয়ারম্যান আল আমিনুল হক বলেন, অন্তঃসত্ত্বা নারীদের দুশ্চিন্তার কথা ভেবে একজন জনপ্রতিনিধি হিসেবে ব্যক্তিগত উদ্যোগে একটি অ্যাম্বুলেন্স ও একটি মাইক্রো প্রস্তুত রাখি। তাদের সেবা করার জন্য ৬টি টিম গঠন করা হয়েছে। তারা পর্যায়ক্রমে ৭ দিন কাজ করে। হটলাইনে ফোন করার সাথে অ্যাম্বুলেন্স পৌঁছে যায় অন্তঃসত্ত্বা নারীর বাড়িতে।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আমার মহৎ উদ্যোগ যদি দেশের প্রতিটি ইউনিয়নে নেয়া হয় তাহলে বর্তমান এই দুর্যোগপূর্ণ সময়ে দেশের অন্তঃসত্ত্বা নারীরা দুশ্চিন্তা থেকে মুক্তি পাবে ও নিরাপদে সন্তান জন্ম দিতে পারবে।